সন্তান যমজ হলেও বাবা ভিন্ন!
জমজ সন্তান হলেও পার্থক্য দেখে বাবা-মার খানিকটা সন্দেহ ছিল, হয়ত হাসপাতালে তাদের একটি শিশু বদলে গেছে। ওই সন্দেহ নিয়েই দুই বছর কাটিয়ে দেয় ভিয়েতনামের ওই দম্পতি। কিন্তু সন্দেহ ঘোচাতে সম্প্রতি তারা ডিএনও পরীক্ষার উদ্যোগ নেন। আর তাতে বিরল এক ঘটনা প্রকাশ পেল বলে ভিয়েতনাম নিউজকে উদ্ধৃত করে মঙ্গলবার যুক্তরাজ্যের ইনডিপেনডেন্ট সংবাদপত্রের প্রতিবেদনে জানানো হয়েছে। ডিএনএ…