পেট কেটে পাওয়া গেল ১৯টি টুথব্রাশ
বাংলাদেশের ময়মনসিংহের চিকিৎসকেরা বলছেন, তারা এক যুবকের পেটে অস্ত্রোপচার করে বহুসংখ্যক টুথব্রাশসহ নানাবিধ জিনিসপত্র বের করে এনেছেন। ডা. শফিকুল ইসলাম বলছেন, যু্বকটি এখন ভাল আছে। গত শুক্রবার শামিম নামে ৩২ বছর বয়েসী ওই যুবকের পেটে অস্ত্রোপচার করেন তারা। অস্ত্রোপচার শেষে তার পেট থেকে যেসব জিনিসপত্র বের করা হয় তার মধ্যে রয়েছে ১৯টি টুথব্রাশ, চারটি মেসওয়াক…