অনভিজ্ঞ চিকিৎসকের ভুল চিকিৎসায় আইডিয়াল স্কুলের শিক্ষকের মৃত্যু, অভিযোগ করছে মৃতের পরিবার

follow-upnews
0 0

আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার বাংলার শিক্ষক আতাউর রহমান স্কুল সংলগ্ন ফরায়েজী হাসপাতালে এক অনভিজ্ঞ চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত চিকিৎসকের বিচার চেয়ে আজ দুপুর বারোটায় স্কুলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা, পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনাব আতাউর রহমান ২৮/০৬/২০১৫ তারিখে জ্বর এবং শরীরে লালচে দাগ নিয়ে তাদের হাসপাতালে ভর্তি হয়, এবং তাদের ডাক্তার আলঙ্গীর মোস্তাক আহমেদ চিকিৎসা দেয়। পরে রোগীর স্বজনরা তাকে অনত্র নিয়ে যায়। তবে মৃতের পরিবারের অভিযোগ- আতাউর রহমান জ্বর নিয়ে ফরায়েজী হাসপাতালে ভর্তি হয়েছিল এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবং ডাক্তারের ভুল চিকিৎসায় তিনি মৃত্যুবরণ করেছেন।

Next Post

অর্থনৈতিক সমীক্ষা-২০১৭, ২০১৬, ২০১৫ এবং ২০১৪: উল্লেখযোগ্য কিছু বিষয়

অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ ১. মোট জনসংখ্যা> ১৫ কোটি ৭৯লাখ ২. জনসংখ্যা বৃদ্ধির হার > ১.৩৬% ৩. পুরুষ-নারী অনুপাত: ১০৪.৯:১০০ ৫. জনসংখ্যার ঘনত্ব: > ১০৩৫ জন ( প্রতি বর্গমিটারে ) ৬. প্রত্যাশিত গড় আয়ুষ্কাল> ৭০. ৭বছর; পুরুষ ৬৯.৯বছর নারী > ৭১.৫বছর ৭. সাক্ষরতার হার(৭বছর+)> ৬২.৩% ৮. কৃষিতে খাতে নিয়োজিত শ্রমিক> ৪৫.১% ৯. […]