অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের ভবিষ্যত // ড. তাপস চন্দ্র পাল
ড. তাপস চন্দ্র পাল অবসরপ্রাপ্ত একজন ক্ষুদ্র চাকরিজীবির মাসিক আয়ের একটি ব্যবস্থা না থাকলে তার জন্য সংসার চালানো কঠিন। বাজারে গেলে দেখা যায় নিত্যপ্রয়োজনীয় মূল্যের দাম স্থিতিশীল থাকছে না, ফলে আমনতে সুদের হার এত কম হলে তা বাজারে মূল্য হারাচ্ছে। শৈশব, কৈশোর, কর্মজীবন ও বার্ধক্য যেন একই সূত্রে গাঁথা। জীবনের প্রতিটি ধাপে সুনির্দিষ্ট চ্যালেঞ্জ থাকে।…