ঠিক চলে যাব // শাহিদা সুলতানা
যখন সময় হবে, ঠিক চলে যাব এইসব চক্রবুহ্য ভেদ করে– গরাদের সারি, ভারি বুটের পাহারা, আকাশের পরে চিলের নজরদারি, সব ফাঁকি দিয়ে বেরিয়ে যাব, জোনাকির মতো– মরুর প্রান্তে লু হাওয়ার সাথে মিশে! লাভ নেই সময়ের এতটা হিসেব কষে! শাহিদা সুলতানা Share on FacebookPost on X
