আবেশে ভুলি // প্লাবন ইমদাদ
কি করে জানলে আজ শরতের ক্ষণেও মেঘ ছিল মেঘ ছিল গহীনের ভেতর গহনে। অমন সন্ধ্যে নিয়ে তাই কি এলে তাই কি এলে মেঘ তাড়াতে আকাশ হতে একলা আমার একলা আকাশ! আমার মেঘ সরেনি মেঘ জমেছে আরো গহীন তোমার গন্ধে, তোমার ছলে। মেঘ তাড়ালে কালোগুলো জমছিল যা বাহির হতে। তার বদলে সেই তো তুমিই…