বোধোদয় ।। দিব্যেন্দু দ্বীপ
এখন বোধহয় যেতে হবে; কোনো এক নির্জনপুরে। এখানে এখন আমার রাতজাগা ঘুম ভেঙে যায় ক্লান্ত দুপুরে। আসে ওরা নির্বিবাদী সুখচাতুরে, সকল ভুলে হিসেব করে জীবন সাজায় স্তরে স্তরে। সমতার প্রয়োজনে সংগ্রামে ঘুম ভেঙে যেত যাদের তারা বাংলা ছেড়েছে আগে। তোমারও কি এখন আমার মতো এমন লাগে? দিব্যেন্দু দ্বীপ Share on FacebookPost on X
