যখন আমি অনেক দূরে
আজকাল নিজেকে ভীষণ ব্যর্থ মনে হয়। সমস্ত সুযোগ আজ অভিযোগ হয়ে গেছে। আজকাল নিজেকে ভীষণ অভিশপ্ত মনে হয়। সঞ্চিত পাপগুলো পূণ্যের কাছে নতজানু হয়ে আছে। আজকাল নিজেকে প্রাক্তন প্রেমিকা মনে হয়। চলে এসেছি বহুদূরে আমি আজ। আর যেন ফেরা হবে না কোনোদিন। অনুপম শেখর Share on FacebookPost on X
