পদ্মা নদীর আয়ু কি ফুরিয়ে আসছে?
পদ্মা নদীতে যেভাবে চর জেগেছে এবং সেসব চরে পোক্তভাবে বসতি গড়ে উঠছে তাতে ধারণা করাই যায় যে পদ্মা নদী আদৌ টিকে থাকছে কিনা, অন্তত মাওয়া-কাওড়াকান্দি অংশে। কোনো জলাভূমি বা নদী থেকে তৈরি হওয়া যে প্রক্রিয়া সেটি পদ্মা নদীতে শুরু হয়েছে শুধু নয়, অনেকাংশে এগিয়েছে মনে হল। সেটি আরো ত্বরান্নিত হচ্ছে চরে স্থায়ীভাবে বসতি গড়ে…