ইমরানের কাছে বন্যা আহমেদ এর প্রশ্ন
রাজনীতির কোলে বসবাস যাদের তারা কেন নাচতে নেমে বারবার ঘোমটা দেবেন সেটা কিছুটা হলেও বুঝি। তাই ইমরান এইচ সরকার যখন দেশের এমন একটা সংকটপূর্ণ সময়ে জঙ্গি আর ‘উগ্র’ নাস্তিকদের একই জুম্মার কাতারে দাঁড় করিয়ে দিলেন তখন সেটাতে যতটা না অবাক হয়েছি তার চেয়ে বেশি অবাক হয়েছিলাম তার টাইমিংটা দেখে। সবাকের লেখাটা থেকে অনেক প্রশ্নের উত্তর…