একাত্তরেই ছিল -হাসান মাহমুদ
আজকে তোদের যা কিছু চাই, একাত্তরেই ছিল, “জয় বাংলা” নামের বড়াই একাত্তরেই ছিল। ঐক্যবোধের শক্ত জাতি, মুল্যবোধের ভক্ত জাতি , সাম্প্রদায়িক সম্প্রীতিবোধ একাত্তরেই ছিল , ধর্মচোরার অধর্ম রোধ একাত্তরেই ছিল। শিকল পরা পায়ের নাচন, শিকল ভাঙ্গার মরণ-বাঁচন , দীপ্ত ভবিষ্যতের বাণী, ক্ষিপ্ত ধরা কালনাগিনী , তৃপ্ত বিজয়-মগ্ন মানব একাত্তরেই ছিল , ভগ্ন হত নগ্ন দানব…