কী বলে ডাকি তাকে? // দিব্যেন্দু দ্বীপ
সাগরকে বললাম সাগর, কয়েক শো মাইল পেরিয়ে লোকালয়ে এসে বললাম, সাগর, সাগর রেগে কয়, “আমি তো নদী!” গ্রামের পাশ দিয়ে বয়ে যেতে দেখে বললাম, নদী, নদী রেগে কয়, “আমি তো খাল!” এরপর আবার ফিরে গেলাম, গিয়ে বললাম, পানি, সাগর শুধু তাকিয়ে রয়, নদীও চুপ, খালেরও সেই একই রূপ। Share on FacebookPost on X