
অংকের নিয়ম বেশি শিখতে যাইয়েন না, মাথা খাটিয়ে অংক করুণ
চাকরির পরীক্ষায় যে অংকগুলো আসে, তার বেশিরভাগ অংকই কোন নিয়ম বা সূত্র ছাড়াই করা যায়। চর্চা প্রয়োজন রয়েছে, তবে খুব বেশি কিছু মুখস্থ করার প্রয়োজন নেই। মুখস্থ করতে গেলে বরং বিপদে পড়বেন। এখন থেকে এই পেজে প্রতিদিন একটি করে করে দেওয়া হবে। উপকৃত হবেন আশা করি। Share on FacebookPost on X