গ্রামার শিখে ভাষা শেখা যায় না
ভাষা শিক্ষাটা খুব বেশি ভুল পথে পরিচালিত হচ্ছে। নানান ধরনের গ্রামার অহেতুক আমরা শিখছি। আদৌ কি এগুলো শেখার দরকার আছে, বা এভাবে শেখার দরকার আছে? সেই ছোটবেলা থেকে এগুলো শিখছি, কিন্তু ভাষাটা শেখা হচ্ছে না। বিশ বছর ধরেও একটা ভাষা শেখা যাচ্ছে না, বিষ্ময়করই বটে! অথচ মাতৃভাষা শিখতে লেগেছে মাত্র তিন বছর। এর কারণ হচ্ছে,…