
দিব্যেন্দু দ্বীপের কবিতা: জন্মাব আমি কারবালায়
লড়াই বিদ্রোহ নয়, এ লড়াই বাঁচবার বিক্ষোভ নয়, এ লড়াই বাঁচাবার বিদ্বেষ নয়, এ লড়াই ভালবাসার বিপন্নতা নয়, এ লড়াই জেগে উঠবার ক্রোধ নয়, এ লড়াই শান্ত হবার হারাবার নয়, এ লড়াই স্বপ্ন বাঁচাবার লুব্ধ হৃদয়ে লস্থির নয়, এ লড়াই নির্লিপ্ত নয়নে জীবনের গান গাইবার। জন্মাব আমি কারবালায় জন্ম নিও তুমি সিন্দুতীরে না হয়…