অন্ধ প্রলয় / দিব্যেন্দু দ্বীপ
নিঃশ্বাসে কাতর তোমরা, স্পর্শে মাতাল! চাইছো, না বলি কিছু আর, চারিদিকে শুধু ঘনঘোর অন্ধকার; জানি, আজ বা কাল হবে না কোনো সকাল। কলম ধরলেই তোমাদের গায় লাগে, মন্তব্য করো বোঝার আগে। হয় হিন্দু কঁকিয়ে ওঠে; নয়ত মুসলিম হুংকার ছাড়ে! হিন্দু-মুসলিম অকারণে ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলে মানুষের ঘাড়ে। দু’ পয়সার কোনো লাভ তো নেই ওসব লিখে,…
