শোষকের শয্যা

follow-upnews
1 0

কোমল শয্যায় ঘুম আসে না,

স্বৈরিণী সিক্ত হয় কামাতুর কল্পনায়।

তুলতুলে-দুলদুলে দেহ অতৃপ্ত হতে চায়

আরও কোন গোপনীয় পুলকের লোভে।

অর্থকারী স্বামী নিরর্থক গল্প সাজিয়ে

কাল বিলম্ব করে না স্ত্রী-শয্যায়,

ভাবে, সবকিছু ঠিক আছে অর্থের কব্জায়।

জায়ার অতৃপ্ত মন মোহাচ্ছন্ন হয় অসহ্য অবসরে,

মেয়াদ উত্তীর্ণ মদের বোতল ফেনিয়ে ওঠে,

ছিপি ছিটকে কৃত্রিম যৌবন বেরিয়ে আসে ছলকে ছলকে।

গন্ধ পেয়ে ওঁত পাতে পরাভৃতরা,

ক্ষুধার্ত কিছু বুড় হায়েনা ঝাঁপিয়ে পড়ে;

চুমুকে চুমুকে নিঃশেষ করে দেয় কোষে কোষে

ফেনিয়ে ওঠা শোষকের অতৃপ্তির কোলাহল।

মদ-মাৎসর্য-মিথ্যা আর অন্যায়ের মহোৎসব

হররোজ চলে শোষকের বাড়িতে,

গাড়িতে, মায়াবি পোশাকের আড়ালে

আড়ি পেতে থাকা ওদের অস্তিতে-মজ্জাতে।

Next Post

ব্রহ্মপুত্রের পাড়ে । তসলিমা নাসরিন

ব্রহ্মপুত্রের পাড়ে নামে একটি ছোট উপন্যাস লিখেছি গত বছর। বইটি পড়ে আমার চেনা জানা সবাই বললো এটি নাকি আমার জীবন কাহিনী। তাদের ভাষ্য, যমুনা আমি, আমিই। যমুনা আমি ছাড়া অন্য কেউ হতে পারে না। কিন্তু যমুনার সঙ্গে আমার জীবনের কোনও কিছুর মিল নেই। সুস্মিতা ভট্টাচার্যের সঙ্গে এ নিয়ে সেদিন কথা […]