যেভাবে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী কমান্ডারের জীবন বাঁচানোর কথা বলেছেন মুক্তিযোদ্ধা সৈয়দ তোফাজ্জল হোসেন
দিনটি ছিল ১২ নভেম্বর (১৯৭১)। ঐ সময় পাকিস্তানি বাহিনীর বড় ক্যাম্প ছিল মাদারটেক। এছাড়া রামপুরা টিভি সেন্টারে তাদের ক্যাম্প ছিল। এখন যেখানে আফতাবনগর বা জহুরুল হক সিটি, ওখানে ছাইতানতলী নামে ছোট্ট একটি গ্রাম ছিল। ঐ গ্রামেও পাকিস্তানি বাহিনী ছোট্ট একটি ক্যাম্প করেছিল। ক্যাম্পগুলো থেকে ভিন্ন ভিন্ন দল এসে এলাকায় টহল দিত। ঐ দিনও পাকিস্তানি বাহিনী…