জমির দাম লাগাতারভাবে বাড়ায় নিম্ন আয়ের মানুষ কি লাভবান হয়?
জমির দাম হঠাৎ বাড়লে গরিব মানুষেরা কয়েকভাবে জমি হারায়। জমির দামের সাথে পাল্লা দিয়ে জীবনযাত্রার ১. কর এবং খরচ বেড়ে যাওয়া জমির দাম বাড়লে সরকারের হোল্ডিং ট্যাক্স, রেজিস্ট্রেশন ফি, ক্যাপিটাল গেইন ট্যাক্সও বেড়ে যায়। সংকীর্ণ জমি হওয়ায় এবং ব্যবস্থাপনা ব্যয় করতে না পারায় তারা জমি থেকে তেমন কোনো উপযোগ তৈরী করতে পারে না। এ কারণে…
