২০২৬ সালের মাঝামাঝি সোনার দাম কী হতে পারে?
সোনার আন্তর্জাতিক বাজার নিয়ে কাজ করে এমন সংস্থাগুলো প্রায় সবাই বলছে যে, ২০২৬-এ সোনার দাম আউন্স প্রতি ৪,০০০ ডলার হবে। প্রসঙ্গত, ১ ট্রয় আউন্স = ৩১.১০৩ গ্রাম। ভরির হিসাবে ২.৬৭ ভরি। অতএব, ২.৬৭ ভরির দাম দাঁড়াচ্ছে ৪ লক্ষ ৮৬ হাজার ৫২০ টাকা। অতএব, ২০২৬-এর মাঝামাঝি আন্তর্জাতিক বাজারে সোনার দাম থাকবে বর্তমান ডলার মূল্যেই প্রায় ১…
