আমার আমি: টুকরো গল্প
বাইরে শেষ পর্যন্ত আমারই যাওয়া লাগে, আবার অভিযোগের তীরও আসে আমার দিকে। ভাবটা এমন যে, আমি যেন করোনা আনতে বাইরে যাচ্ছি! অথচ যাই কিন্তু মাছ তরকারী, চাল ডাল ওষুধ ইত্যাদি আনতে। ভেবে রেখেছি, আমি আর বাইরে যাব না, দেখি ওরা কী করে। আমার ভাবান্তর দেখে কেউ আর কিছু বলতে সাহস পাচ্ছে না। সকালে উঠে একজন…