জাতিসংঘের সাধারণ অধিবেশনে (১৯৬৪) চে গুয়েভারার ঐতিহাসিক ভাষণ
মাত্র ৩৯ বছরের একটা জীবন (১৪ জুন ১৯২৮ – ৯ অক্টোবর ১৯৬৭), এই বয়সেই তিনি বিশ্ববাসীকে দিয়ে গিয়েছেন মানব মুক্তির সনদ, সেটি শুধু তাত্ত্বিকভাবে নয়, বাস্তবিক উপায়েও। সম্রাজ্যবাদী হানাদারেরা বুঝে গিয়েছিল যে, চে কে আর বাঁচিয়ে রাখার সুযোগ নেই— চে কে বলিভিয়ায় সিআই-এর সহায়তায় বলিভিয়ান বাহিনী আটক করে ৮ অক্টোবর, এবং মাত্র এক দিনের ব্যবধানে…