বেঁচে আছি // অনুপম শেখর
ইদানিংকার জীবনযাপন মানে আপাতত বেঁচে থাকা। সমাজের মঞ্চে দাড়িয়ে সবাই গতবাঁধা কোরাস গায়; আমিও নিজের অজান্তে তাল মেলাতে শুরু করি। পারি না। আমার চোখের সামনে ভেসে ওঠে ঝলমলে আকাশ । শেকড় গেঁড়ে মাটিতে পৃথিবীটাকে আঁকড়ে বেঁচে আছি বৃক্ষের মত। ইদানিংকার জীবনযাপন মানে আপাতত বেঁচে থাকা। সন্ধ্যে হলেই শীত লাগে আর রাত হলে…