”ঢাকা শহরের নামি দামী হাসপাতালেও পৃথক আইসিইউ নেই” -বানসুরি ইউসুফ
সম্প্রতি খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনদিনের মাথায় আমাদের এক পরিচিতজন মারা গেছেন। সমস্যা অন্য জায়গায়। নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর সরকারি-বেসরকারি নামিদামী মোট আটটি হসপিটাল রোগী এডমিশনে অপারগতা প্রকাশ করেছে। কারণ তাদের কারও আইসোলেটেড আইসিইউ নেই! (রোগি শেষ পর্যন্ত বিনা ট্রিটমেন্টে নিজের বাসায় মারা গেছে।) রিপিট করছি, ঢাকা শহরের নামিদামী আটটি হাসপাতালে…