Headlines

বনের পাখি বলে

রাগ: কীর্তন তাল: তেওরা রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ আষাঢ়, ১২৯৯ রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮৯২ রচনাস্থান: শাহজাদপুর স্বরলিপিকার: সরলা দেবী                   খাঁচার পাখি ছিল    সোনার খাঁচাটিতে,    বনের পাখি ছিল বনে।          একদা কী করিয়া মিলন হল দোঁহে,    কী ছিল বিধাতার মনে।          বনের পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই,    বনেতে যাই দোঁহে মিলে।’          খাঁচার পাখি বলে, ‘বনের পাখি আয়,   খাঁচায় থাকি নিরিবিলে।’          বনের পাখি…

বিস্তারিত