শাওন-রা কখনও মরে না – ডা. বাহারুল আলম
ইতিহাসের পুনরাবৃত্তি দেখার জন্য ‘শাওন’ তুমি একশ বছর কেন, হাজার বছর বাঁচবে। অবয়ব শাওনের হয়ত থাকবে না, তার চেতনা থাকবে জন্ম জন্মান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, প্রতিশোধের পরিণতি দেখার জন্য । শাওন, তুমি কেবল আলতাফ মাহমুদের সন্তান নও, অমৃত মুক্তিযুদ্ধের সন্তান। শাওন-রা কখনও মরে না। আলতাফ মাহমুদের চেতনার বাস্তবায়ন না ঘটিয়ে বাংলাদেশেকে যারা লুটেরাদের হাতে ছেড়ে…