Death of God

স্রষ্টার স্বেচ্ছামৃত্যু

ক্রমাগত ধ্বংসের দামামা বাজে। মস্তিষ্ক হতে উৎপন্ন হয়ে তা ছড়িয়ে পড়ে আমার কোমল হৃদয়ে, ছড়িয়ে পড়ে সমগ্র অন্তর আত্মায়। ধ্বংসাবশেষ থেকে ফিনিক্স পাখির মতো জন্ম নেয় কবিতা, মানবের কিছু উপখ্যান; অথবা নতুন কোনো ধ্বংসবীজ! স্রষ্টাকে বিনাশ করে সৃষ্টি হয় সভ্যতা। নতুন এক সভ্যতা আবার— স্রষ্টা স্বেচ্ছামৃত্যুবরণ করে বারংবার। স্বার্থপর প্রার্থনা নয় দেশে দেশে, পরিপূর্ণ হয়ে…

বিস্তারিত