স্রষ্টার স্বেচ্ছামৃত্যু

follow-upnews
0 0

ক্রমাগত ধ্বংসের দামামা বাজে।

মস্তিষ্ক হতে উৎপন্ন হয়ে তা

ছড়িয়ে পড়ে আমার কোমল হৃদয়ে,

ছড়িয়ে পড়ে সমগ্র অন্তর আত্মায়।

ধ্বংসাবশেষ থেকে ফিনিক্স পাখির মতো

জন্ম নেয় কবিতা, মানবের কিছু উপখ্যান;

অথবা নতুন কোনো ধ্বংসবীজ!

স্রষ্টাকে বিনাশ করে সৃষ্টি হয় সভ্যতা।

নতুন এক সভ্যতা আবার—

স্রষ্টা স্বেচ্ছামৃত্যুবরণ করে বারংবার।

স্বার্থপর প্রার্থনা নয় দেশে দেশে,

পরিপূর্ণ হয়ে বাঁচুক মানুষ ভালোবেসে।


দিব্যেন্দু দ্বীপ

Next Post

বিসিএস প্রিলিমিনারি শেষ মুহূর্তের প্রস্তুতি

বিসিএস পরীক্ষা এখন আর পূর্বের মত নয়, প্রিলিমিনারির পরীক্ষার সিলেবাস পরিবর্তন হয়েছে সেটি যেমন একটি দিক পাশাপাশি পরীক্ষার প্রশ্ন পদ্ধতিতেও ব্যাপক সংস্কার এসেছে। নতুন সিলেবাসে অনুষ্ঠিত তিনটি (৩৫, ৩৬, ৩৭তম) পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করেন দেখবেন সেখানে গতানুগতিক প্রশ্ন খুব বেশি নেই, মেধাভিত্তিক প্রশ্নের পরিমাণ বেড়েছে, একইসাথে প্রশ্নের বৈচিত্রও বেড়েছে। অর্থাৎ […]
বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি