কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে

follow-upnews
0 0

মেহেদি হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম, বন্যা

দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে কুড়িগ্রাম জেলার তিন চতুর্থাংশ এলাকা প্লাবিত হয়েছে।

জেলার নয়টি উপজেলার ছয়টির অধিকাংশ এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ পানিতে নিমজ্জিত।

৬৩টি চর সম্পূর্ণ পানিবন্দী। ৩০০ গ্রামে প্রায় ৩ লক্ষ মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে।

জেলার প্রায় তিন শতাধিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত করেছে জেলা শিক্ষা প্রশাসক।

রাস্তাঘাটে পানি প্রবাহের ফলে রাস্তাঘাট ও কালভার্ট ভেঙ্গে পরেছে।

কুড়িগ্রামে ৪২০ টি চর। চরগুলো এখন পানিরনিচে। সেখানকার বসবাসরত মানুষ এখন নিরুপায়। মহা বিপদে আছে চরের মধ্যে বসবাসকারী কৃষক।

গবাদী পশু নিয়ে কী করবেন, কোথায় যাবে তারা এখন?

নেই কোনো খাবার, কিংবা পান করার মত বিশুদ্ধপানি। কুড়িগ্রাম-রংপুর মহাসড়কেরও কিছু অংশ এখন পানিরনিচে।

যার কারণে কুড়িগ্রামের সাথে অন্যান্য জেলার যোগাযোগ ব্যবস্হা এখন একদম বিচ্ছিন্ন।

ওদিকে পূর্ভাবাস বলছে আগামী এক সপ্তাহে ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি

Next Post

স্রষ্টার স্বেচ্ছামৃত্যু

ক্রমাগত ধ্বংসের দামামা বাজে। মস্তিষ্ক হতে উৎপন্ন হয়ে তা ছড়িয়ে পড়ে আমার কোমল হৃদয়ে, ছড়িয়ে পড়ে সমগ্র অন্তর আত্মায়। ধ্বংসাবশেষ থেকে ফিনিক্স পাখির মতো জন্ম নেয় কবিতা, মানবের কিছু উপখ্যান; অথবা নতুন কোনো ধ্বংসবীজ! স্রষ্টাকে বিনাশ করে সৃষ্টি হয় সভ্যতা। নতুন এক সভ্যতা আবার— স্রষ্টা স্বেচ্ছামৃত্যুবরণ করে বারংবার। স্বার্থপর প্রার্থনা […]
Death of God