অটিজমের নীল ভূতেরা
শান্তা তাওহিদা চেয়ারপার্সন যোগাযোগ বৈকল্য বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় মিতুলের গল্পটা একটা নীল ভূতকে নিয়ে। সারাক্ষণ ওর নীল ভূতের ভয়। যখনই আম্মুর চোখে তাকাতে চায় ভূতটা চোখের সামনে এমন নাচানাচি জুড়ে দেয় যে, মায়ের মায়াভরা চোখটা আর দেখা হয় না। চিৎকার করে আম্মু বলে ডাকতে ইচ্ছে করে তার। কিন্তু ভূতটা এত জোরে গলায় চেপে ধরে যে,…