Headlines
প্রেমের কবিতা

কবিতাগুচ্ছ: ভুল

♥ অপরাধ করব, ভুল করব, বেপরোয়া হব, এভাবে তোমার কোলে শৈশবটা ঠিক ফিরে পাব। ♥ ১২টা বাজলেই মনে হয়, এক কাপ গরম চা হাতে এই বুঝি কেউ পেছনে এসে দাঁড়াল, এই বুঝি কেউ ভালোবেসে আমার মতো ভুলভাল হলো। ♥ সিগারেটের ধোঁয়ার কুণ্ডলীতে অস্পষ্ট হয়ে উড়ে যায় ছোট বড় প্রত্যাশা সব, স্বপ্ন যত; আমি শুধু আবেশে…

বিস্তারিত