কবিতাগুচ্ছ: ভুল

follow-upnews
0 0

অপরাধ করব,

ভুল করব, বেপরোয়া হব,

এভাবে তোমার কোলে

শৈশবটা ঠিক ফিরে পাব।

১২টা বাজলেই মনে হয়,

এক কাপ গরম চা হাতে

এই বুঝি কেউ পেছনে এসে দাঁড়াল,

এই বুঝি কেউ ভালোবেসে

আমার মতো ভুলভাল হলো।

সিগারেটের ধোঁয়ার কুণ্ডলীতে

অস্পষ্ট হয়ে উড়ে যায়

ছোট বড় প্রত্যাশা সব, স্বপ্ন যত;

আমি শুধু আবেশে ভুলি, সচেতনেও।

কী যে কী হল,

মনে হল হঠাৎ রাত পোহাল,

অমনি আমার স্বপ্নের সে রাণী হারিয়ে গেল!

আবার ঘুমিয়ে পড়ব যখন

তখন কি আসবে সেই একই তুমি?

কেন রক্তাক্ত করো আমায়

এত দূরে থাকো জেনেও?

 


দিব্যেন্দু দ্বীপ

দিব্যেন্দু দ্বীপ

Next Post

English language school: A very essential list of vocabulary-1

ভোকাবুলারির নিচের এই লিস্টটি আত্মস্থ করতে পারলে পরীক্ষার কাজ চলবে। শব্দগুলো ধারাবাহিকভাবে এখানে দেওয়া হবে। এটি ছয় মাসের একটি কোর্স। শব্দগুলো বোঝা এবং মনে রাখার জন্য একটি টাইম-ফ্রেম নির্ধারণ করুন। একটানা আমাদের সাথে থাকুন। বুঝে বুঝে পড়ুন এবং প্রয়োগ করুন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন সমাধান করার সময় মিলিয়ে নিন যে, […]
A very essential list of vocabulary by Dibbendu Dwip