শরিফুল ইসলাম খান

কবি ও সংগঠক শরিফুল ইসলাম খানের কাব্যগ্রন্থ: বিস্মৃতির বায়োস্কোপ

কবিতা যখন হারাতে বসেছে মানুষের মুক্তির গান, কবিতা যখন খোয়াতে বসেছে নান্দনিক বোধ ও সুন্দরের স্ফুরণ, সেই কঠিন ক্লিষ্ট সময়ে কবি শরিফুল ইসলাম সৃষ্টি করেছেন এক আশা জাগানিয়া স্বর ও সুরের মুর্ছণা। তার শব্দ উদ্দীপিত করে আমাদের বিশ্বাস—“মানুষের প্রয়োজনে জাগবে মানুষ, মিছিলের প্রতিপাদ্য হবে মুক্তির গান, ঘাতকের রক্তচক্ষু ফিরিয়ে দিয়ে নিরঙ্কুশ আধিপত্যে হেসে উঠবে বোধের…

বিস্তারিত