’শনিবার এশার নামাজ শেষে স্থানীয়সহ আশপাশের তিন-চারটি মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয়, ‘যত মুসলমান ভাইরা আছ, এক হও। মালাউন আজকে জ্বালাই লাইতাম। এ ঘোষণা শুনে কয়েকশো গ্রামবাসী আমাদের বাড়িতে দা-কোদালসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়। এরপর ‘মালাউন জ্বালাইলাও’ বলতে বলতে তারা আগুন ধরিয়ে দেয় ‘
পরকালের ধারণা রূপকথা
Thu Mar 31 , 2016
দীর্ঘকাল ধরেই মানুষ মৃত্যুপরবর্তী জীবন রয়েছে বলে বিশ্বাস করে আসছে। বিভিন্ন ধর্মগ্রন্থও মানুষের এই ধারণায় উৎসাহ জুগিয়েছে। কিন্তু সেই ধারণাকে অস্বীকার করেছেন বর্তমান সময়ের অন্যতম প্রধান বিজ্ঞানী স্টিফেন হকিং। তিনি পরকালকে রূপকথা বলেই মনে করেন। হকিং জানান, পরকাল বলে কিছু নেই এই ধারণা থেকেই নিজের পক্ষাঘাতগ্রস্ত শরীরের বিরুদ্ধে সারা জীবন […]
