নাগেশ্বরীতে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ

ballot

হাফিজুর রহমান হৃদয়: কুড়িগ্রামের নাগেশ্বরীতে আগামী ২৩ এপ্রিল আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনের ৩য় ধাপের নির্বাচনী প্রতীক বরাদ্দ ৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় উপজেলার ১৪টি ইউনিয়নে  দলীয় ও স্বতন্ত্রসহ মোট চেয়ারম্যান পদ প্রার্থী ৮৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৮৮ জন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য পদে ৫০২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার সাথে সাথেই ভোটারদের মাঝে চলছে নির্বাচনী আনন্দ উল্লাস। মাইকিংয়ে মুখরিত হয়ে উঠছে হাট-বাজার, শহর ও পাড়া-মহল্লা। প্রার্থীরাও বসে নেই প্রচারণায়। তারা তাদের নিজস্ব প্রতীক নিয়ে ভোটারদের মাঝে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোট প্রার্থনা করছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে। চায়ের দোকান, রাস্তার মোড় ও বিভিন্ন লোকালয়সহ সবখানে চলছে নির্বাচনি আলাপ-আলোচনা। এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মশিউর রহমান বলেন, সুষ্ঠ ও সুন্দর ভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।