Headlines

প্রসঙ্গ: একটি শিশু কিশোর পত্রিকা

20160801_181451

20160801_181312
পত্রিকাটির কাভার পেজ।

পত্রিকাটির দাম লেখা রয়েছে ৫০ টাকা। বিক্রীও হয় বাজারে ৫০টাকায়। পত্রিকাটির জুন সংখ্যাটি কিনেছিল বনশ্রী আইডিয়াল স্কুলের নবম শ্রেণির একজন ছাত্র। তার প্রশ্ন ছিল, এটি ‘হরলিকস্’ সংখ্যা কিনা। শিশু-কিশোর এ পত্রিকাটির জুন সংখ্যাটি হাতে নিয়ে আসলেই বিস্মিত হতে হয়।  20160801_181327

কাভারটি ডাবল ফ্লাপের। এটি ভেতরের দিক।

20160801_181341
কাভারের ইনার।

 

20160801_181411
হরলিক্সের বিজ্ঞাপন এভাবে রয়েছে চারবার।

20160801_181511

20160801_181740

20160801_181751

20160801_181929

20160801_181940

পত্রিকাটির জুন সংখ্যায় ইউনিলিভারের বিজ্ঞাপন রয়েছে ছয়টি। এর মধ্যে হরলিক্সের বিজ্ঞাপন রয়েছে পাঁচবার। একজন অভিভাক প্রশ্ন তুলেছেন, একটি শিশু-কিশোর পত্রিকায় এভাবে বিজ্ঞাপন রাখা উচিৎ হয়েছে কি? তিনি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, একইসাথে পত্রিকায় বিজ্ঞাপন প্রচারের কোনো আইন থাকলে তা জানতে চেয়েছেন।