এই সেই যুগান্তকারী বই, আবার বেরিয়েছে

follow-upnews
0 0

Untitled-1

বইটি থেকে গতবার (৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা) সবগুলি প্রশ্ন কমন পড়েছিল। অনেকে বিস্মিত হয়ে লেখককে প্রশ্ন করেছিল, ভাই, আপনার সাথে কি প্রশ্নকর্তার যোগাযোগ আছে নাকি? আসলে সেসব কিছু না। লেখক চৌকষ এবং অভিজ্ঞ। মূলত গবেষণা করে, সংক্ষিপ্তভাবে বইটি করা হয়েছে, যা পরীক্ষার জন্য যথেষ্ট। এবার বইটিতে কিছু সেংযোজন এবং সংশোধনী রয়েছে। নিশ্চিতভাবে বলা যায় এবারও বইটি থেকে ইংরেজি সাহিত্য অংশের সবগুলো প্রশ্ন কমন পড়বে। তবে লেখক বিব্রতকর কোন প্রশ্ন না করার জন্য পাঠকদেরকে অনুরোধ করেছন।

 

Next Post

ফ্যান্টাসি কিংডমে রাইড থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

সাভারে ফ্যান্টাসি কিংডমের একটি রাইড থেকে পড়ে সামিউল্লাহ বারি (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের ওয়াটার ওয়ার্ল্ডে এ ঘটনা ঘটে। ফ্যান্টাসি কিংডমের সিনিয়র ম্যানেজার (মিডিয়া) মাহফুজ কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত ওই কলেজ ছাত্র ঢাকার বিএফ শাহিন কলেজের প্রথম বর্ষের […]