উনি ভারতের এক আইএস: দেখুন তার কাণ্ড!

follow-upnews
0 0

1

হাসপাতালে রোগীদের খোঁজ খবর নিতে গিয়েছিলেন ভারতের বেসামরিক প্রশাসনের এক কর্মকর্তা। আর খবর নিতে গিয়েও নিজের কর্তাগিরিটাও ঠিকই বজায় রেখেছেন দেশটির প্রশাসন বিভাগ ইন্ডিয়ান অ্যাডমিনেস্ট্রিটিভ সার্ভিসের (আইএএস) কর্তা ড. জগদিশ শঙ্কর। হাসপাতালে রোগীদের খাটে একখানা পা তুলে তাদের অবস্থার কথা জিজ্ঞেস করছিলেন তিনি।

আর কেউ একজন সেই ছবিটিই তুলে ফেলেছেন। ছবিটি বিভিন্ন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা। ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি হাসপাতালে নিজের ছোট্ট শিশুকে নিয়ে দিন কাটাচ্ছেন এক মা। তাদের খোঁজ নিতে গিয়েই খাটে পা’খানি তুলে দেন শঙ্কর।

২০১৩ সালে ভারতের আইএএসে যোগদান করেন তিনি। অপুষ্টির শিকার মা ও শিশুদের দেখতে হাসপাতাল পরিদর্শনে ডান ড. শঙ্কর। বলরামপুরের এই সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অবশ্য নিজের পক্ষেই সাফাই গেয়েছেন। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, ‘আমার কাজটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এটা নিয়ে এতোটা করার কিছু নেই।’

Next Post

সেই ভয়ঙ্কর যৌন নির্যাতনকারী শিক্ষক স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে

দুইদিনের রিমান্ড শেষে শনিবার দুপুরে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) কাজী কামরুল ইসলাম ওই শিক্ষকের জবানবন্দি গ্রহণ করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক পার্থ চ্যাটার্জী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিনি (শিক্ষক) ওই কর্মকাণ্ডের কথা স্বীকার করে আদালতের কাছে জবানবন্দি দিয়েছেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করেছেন।’ এর […]