নাগেশ্বরীর ১৬ বছরেও এমপিওভূক্ত হয়নি চর লুছনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

Rayhan Rano
0 0

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ১৬ বছর যাবত একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এখন পর্যন্ত কর্তৃপক্ষের অবহেলার কারনে এমপিও ভুক্ত হয়নি। শিক্ষক ও শিক্ষিকাগণ মানবতায় জীবন যাপন করছে। সরেজমিন ঘুরে জানা গেছে, উপজেলার আনসার হাট অন্তগত চর লুছনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘ ৭ কিলোমিটার দূরে চর অঞ্চলে স্থায়ী জনগনের সার্বিক সহযোগিতায় ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। ১ জানুয়ারি-১৫ থেকে একাডেমী স্বীকৃতি প্রাপ্ত হয়ে পরপর ৩ বার নবায়ন প্রাপ্ত হয়। প্রতিষ্ঠার পর হতে বিদ্যালয়টি সরকারী নিয়ম অনুযায়ী সুস্থ ও সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে কচিকাচা ছাত্র-ছাত্রীদের নিয়ে। বর্তমানে শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে উক্ত বিদ্যালয়ে মোট ২৩১ জন ছাত্র-ছাত্রী নিয়ে বালুচর এলাকায় বিদ্যালয়টি হ-য-ব-ল বিরাজ করছে উক্ত প্রতিষ্ঠানটি। চর লুছনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টিতে প্রতিনিয়ত ১০ জন শিক্ষক-শিক্ষিকা বিনা বেতনে খেয়ে না খেয়ে বালুচরের প্রতিষ্ঠিত ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান দিয়ে আসছে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার অনুমতি প্রাপ্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সমূহের মধ্যে একেবারেই চর অঞ্চলে অবস্থিত বিদ্যালয়টি “চর লুছনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়” নামে পরিচিত। নাগেশ্বরী উপজেলা দুধকুমর নদীর তীরে ৭ কিলোমিটার বালুচর এলাকায় অবস্থিত চর লুছনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি। এই বিদ্যালয়ে বিদ্যুতের কোন প্রকার আলো পৌছায়নি। যাতায়াতে ভালো রাস্তা-ঘাট নেই। এরই মাঝে বেঁচে আছে বিদ্যালয়টি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক মহোদয়ের ১৭ সেপ্টেম্বর-২০১৫ তারিখে সভার সিদ্ধান্ত বাস্তবায়ন প্রকল্পে পরিচালক(মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিগত ০৬ নভেম্বর-২০১৬ইং তারিখে বিষয় বর্ণিত স্বারকের মাধ্যমে ১৬টি জেলার চরাঞ্চলে অবস্থিত যে সকল অনুমতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক বিদ্যালয় এখন পর্যন্ত এমপিও ভুক্ত হয়নি, সেগুলো এপিও কার্যক্রমের আওতায় আনার লক্ষে এমপিও বিহীন বিদ্যালয়ের তালিকা প্রেরণের জন্য জেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার বিগত ০৬ নভেম্বর-২০১৬ইং তারিখে স্বারক নং জেশিঅ/কুড়ি/২০১৬/২৫ মূলে নাগেশ্বরী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জহুরুল হককে চরঞ্চলে অবস্থিত যে সকল অনুমতি প্রাপ্ত নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক বিদ্যালয় এখনও এমপিও ভুক্ত হয় নি, সেগুলো এম পিও ভুক্ত করার জন্য নির্দেশ প্রদান করেন। গত ১৩ জানুয়ারি-২০১৬ তারিখে পত্র মারফত নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহুরুল হক মোটা অংকের উৎকোচের মাধ্যমে বালু চর বিদ্যালয়কে এমপিও ভুক্ত না করে নায়েকের হাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মমিনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে এমপিও ভুক্ত করার জন্য চিঠি প্রেরন করে। সরেজমিনে ঘুরে দেখা গেছে এই নিম্ন মাধ্যমিক এপিও ভুক্ত বিদ্যালয় দুটি বালুচরে না হয়ে উঠানে থাকার পরও মাধ্যমিক শিক্ষা অফিসার জহুরুল হক ২ নম্বরির আশ্রয় নিয়ে প্রতিষ্ঠান দুটি এমপিও ভুক্ত করেন। অপরদিকে চর লুছনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি চরাঞ্চলে অবস্থিত অনুমতি প্রাপ্ত নিম্ন মাধ্যমিক এমপিও বিহীন বিদ্যালয় ও এমপিও ভুক্ত বিদ্যালয়ের অবকাঠামোগত বৃদ্ধি, শিক্ষক সংকটসহ বিভিন্ন নামের তালিকা প্রেরণ করেন বিভিন্ন দপ্তরে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার জহুরুল হক বলেন, স্থানীয় এমপি মহোদয় আমাকে যে যে স্কুলের নাম দিয়েছেন আমি তাই পাঠিয়েছি।

Next Post

জঙ্গীবাদ, সামাজিক ও ধর্মীয় কুসংস্কার রুখতে প্রথম আলোর চরে ছায়া’র চলচ্চিত্র প্রদর্শনী

কুড়িগ্রাম প্রতিনিধি: মুক্তিযুদ্ধ আজও হয়নি শেষ, চাই জঙ্গীমুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জঙ্গীবাদ, সামাজিক ও ধর্মীয় কুসংস্কার রুখতে চলচ্চিত্র প্রদর্শনী-২০১৬ এর আওতায় গতকাল ২৩ মার্চ ২০১৬ কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোর চর বিদ্যালয় মাঠে ছায়ার চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ […]