Headlines

হৃদয় ছোঁয়া ফটোগ্রাফি

১। ক্যান্সারে আক্রান্ত ছোট্ট মেয়েঃ

১
এই ছবিটি একটি ক্যান্সার আক্রান্ত মেয়ের । আয়নাতে হয়ত মেয়েটি তার ইচ্ছেগুলো ফুটিয়ে তুলছিল।

 

১
সাউথ আফ্রিকান ফটোজার্নালিস্ট কেভিন কার্টারের তোলা ছবি এটি। এটি পুরিৎজার পুরস্কার জিতেছিল, একইসাথে কার্টার সমালোচিতও হয়েছিলেন। পরবর্তীতে বিষন্নতায় আক্রান্ত হয়ে কার্টার আত্মহত্যা করেছিলেন।

২। সুদানের দুর্ভিক্ষঃ

 

 

১
২৪ এপ্রিল ২০১৩ সকাল ৮:৪৫ এ সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে। সেখান থেকে ছবিটি তোলা হয়।

১

 

 

 

 

 

 

 

 

 

৩। রানা প্লাজায় ধসঃ

 

১
১৯৮৪ সালে ভারতের ভুপালে একটি কীটনাশক তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটলে ৫ লাখ ৫৮ হাজার মানুষ আহত হন , নিহত হন প্রায় ১৫ হাজার মানুষ । এই ছবিটি তখন তুলা হয় নিহত শিশুটি মাটিতে সমাহিত করার আগে ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

৪। হামলার পর ওয়াল্ড ট্রেড সেন্টার থেকে পড়ন্ত মানুষঃ

 

 

 

 

 

 

 

 

 

 

৫। ভুপালে গ্যাস বিস্ফোরণঃ