অনেকদিন ধরে ভাবছিলাম চাকরির পরীক্ষার্থী এবং ভতি পরীক্ষার্থীদের জন্য কার্যকর একটি ভোকাবুলারির বই বের করার কথা। কিন্তু নানান ব্যস্ততার কারণে হয়ে উঠছিল না। বাজারে ভোকাবুলারির বই অনেক থাকলেও সেগুলো পরীক্ষার্থীদের চাহিদা পূরণ করছে না বলে আমার মনে হয়েছে। ইংরেজি শেখা আর পরীক্ষায় ভালো করা এক জিনিস নয়। ইংরেজি শিখে কাজ চালিয়ে নিতে খুব বেশি কঠিন শব্দ জানার প্রয়োজন হয় না, কিন্তু চাকরির পরীক্ষায় এবং ভতি পরীক্ষায় কঠিন কঠিন শব্দ আসে। গত দশ বছরের প্রশ্ন পর্যালোচনা করে দেখা গেছে যে, ঘুরেফিরে একই ধরনের শব্দ পরীক্ষায় আসে। আমি মোট দুই হাজার শব্দ সিলেক্ট করেছি, এবং নিশ্চিত যে এ দিয়ে পরীক্ষার কাজ চালিয়ে নেওয়া সম্ভব। যে কোনো পরীক্ষার ভোকাবুলারি থেকে আসা প্রশ্নের অন্তত আশি ভাগ এখান থেকে কমন পড়বে। একেবারে গ্যারান্টেড। বইটিতে প্রখমে গুরুত্বপূর্ণ শব্দের একটি লিস্ট দেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন হতে ভোকাবুলারি উল্লেখ করা হয়েছে। বইটি আয়ত্বে আনতে পারলে পরীক্ষার কাজ চলবে।
A very Essential List of Vocabulary বইটি বের হয়েছে
অনেকদিন ধরে ভাবছিলাম চাকরির পরীক্ষার্থী এবং ভতি পরীক্ষার্থীদের জন্য কার্যকর একটি ভোকাবুলারির বই বের করার কথা। কিন্তু নানান ব্যস্ততার কারণে হয়ে উঠছিল না। বাজারে ভোকাবুলারির বই অনেক থাকলেও সেগুলো পরীক্ষার্থীদের চাহিদা পূরণ করছে না বলে আমার মনে হয়েছে। ইংরেজি শেখা আর পরীক্ষায় ভালো করা এক জিনিস নয়। ইংরেজি শিখে কাজ চালিয়ে নিতে খুব বেশি কঠিন শব্দ জানার প্রয়োজন হয় না, কিন্তু চাকরির পরীক্ষায় এবং ভতি পরীক্ষায় কঠিন কঠিন শব্দ আসে। গত দশ বছরের প্রশ্ন পর্যালোচনা করে দেখা গেছে যে, ঘুরেফিরে একই ধরনের শব্দ পরীক্ষায় আসে। আমি মোট দুই হাজার শব্দ সিলেক্ট করেছি, এবং নিশ্চিত যে এ দিয়ে পরীক্ষার কাজ চালিয়ে নেওয়া সম্ভব। যে কোনো পরীক্ষার ভোকাবুলারি থেকে আসা প্রশ্নের অন্তত আশি ভাগ এখান থেকে কমন পড়বে। একেবারে গ্যারান্টেড। বইটিতে প্রখমে গুরুত্বপূর্ণ শব্দের একটি লিস্ট দেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন হতে ভোকাবুলারি উল্লেখ করা হয়েছে। বইটি আয়ত্বে আনতে পারলে পরীক্ষার কাজ চলবে।