হাফিজুর রহমান হৃদয়: ধর্মীয় কুসংস্কারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রামে চলচ্চিত্র উৎসব-২০১৬ উদ্বোধন করা হয়েছে আজ। “মুক্তিযুদ্ধ আজও হয়নি শেষ, গড়ব জঙ্গীমুক্ত বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ক্যানাডার প্রগতিশীল ইসলামী সংগঠন “মুসলিমস ফেসিং টুমরো”-র পক্ষ থেকে সামাজিক সংগঠন ‘ছায়া’র আয়োজনে এবং ‘জঙ্গীমুক্ত বাংলাদেশ’ এর পৃষ্ঠপোষকতায় ২৬মার্চ বিকেলে কুড়িগ্রাম সদরের ঘোগাদহ উচ্চ বিদ্যালয় মাঠে ৩দিন ব্যাপী এ চলচ্চিত্র উৎসবের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি কবি জনাব জ্যোতি আহমেদ। ঘোগাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ্ আলম মিয়ার সভাপতিত্বে ও ছায়া’র সদস্য আশরাফুল আলমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, বিশেষ অতিথি, কুড়িগ্রাম মজিদা কলেজের সহকারী অধ্যাপক জনাব আয়নাল হক; সমাজ সেবক আজগার আলী, ছায়া’র চেয়ারম্যান, জনাব রাইহান কবির রনো, ছায়া’র সাধারণ সম্পাদক, জনাব খোরশেদ আলম প্রমুখ। এছাড়াও শিক্ষক, সাংবাদিক, সংগঠকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ৩ দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবে ২৬মার্চ- মুক্তির গান ও হিল্লা, ২৭ মার্চ- রানওয়ে ও নারী এবং ২৮ মার্চ-মাটির ময়না ও শারিয়া প্রহেলিকা চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
হিল্লা, নারী ও শারিয়া প্রহেলিকা, এই শারিয়া-চলচ্চিত্রগুলি রচনা করেছেন “মুসলিমস ফেসিং টুমরো”-র জেনারেল সেক্রেটারি জনাব হাসান মাহমুদ।