কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী (৬৮) কে কুপিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নাগেশ্বরী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। গত ২৪ মার্চ ২০১৬ বৃহ¯পতিবার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু বকর সরকার, সহকারী কমান্ডার মোস্তাফিজুর রহমান ফিজার, সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক শামসুল আলম, পৌর কমান্ডার নুর ইসলাম নুরু প্রমূখ। বক্তারা মুক্তিযোদ্ধা হোসেন আলীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন। মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখ্য গত ২২ মার্চ সকালে খ্রিস্টান ধর্ম গ্রহণকারী মুক্তিযোদ্ধা হোসেন আলীকে কুড়িগ্রাম শহরে গাড়িয়াল পাড়ায় বাড়ির সামনের সড়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মুক্তিযোদ্ধা হোসেন আলীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী (৬৮) কে কুপিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নাগেশ্বরী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। গত ২৪ মার্চ ২০১৬ বৃহ¯পতিবার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু বকর সরকার, সহকারী কমান্ডার মোস্তাফিজুর রহমান ফিজার, সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক শামসুল আলম, পৌর কমান্ডার নুর ইসলাম নুরু প্রমূখ। বক্তারা মুক্তিযোদ্ধা হোসেন আলীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন। মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখ্য গত ২২ মার্চ সকালে খ্রিস্টান ধর্ম গ্রহণকারী মুক্তিযোদ্ধা হোসেন আলীকে কুড়িগ্রাম শহরে গাড়িয়াল পাড়ায় বাড়ির সামনের সড়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।