Headlines

অনেক দেশে মাল পরিবহনে ব্যবহৃত হয় রোড ট্রেন

১
আর্জেন্টিনা, আমেরিকা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, এবং কানাডায় সাধারণত মালামাল পরিবহনের জন্য ব্যবহার করা হয় এটি।। ১৪৭৫ মিটার বা প্রায় দেড় কিলোমিটার লম্বা এই ট্রাক সর্বপ্রথম চালিয়ে বিশ্বরেকর্ড করেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের নাগরিক জন আটকিন্সন।

রোড ট্রেন