Headlines

বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর নগ্ন ছবি প্রকাশ: তর্ক বিতর্কের পরোয়া করেন না রেকা নিয়ারি

ফিনল্যান্ড

‘আমার বক্ষ যখন প্লাবিত, এটা ঢেকে রাখার কিছু না। শিশুকে বুকের দুধ খাওয়ানো একটি মহৎ কর্ম এবং এর চেয়ে দৃষ্টিনন্দন কিছু আর থাকতে পারে না।’ -রেকা নিয়ারি

রেখা নেয়ারি, ৩৯, তিনি তার ৩৪ মাস বয়সী বাচ্চা নিয়ে বিমানে উঠেছিলেন, সবার সামনে শিশুকে বুকের দুধ পান করাতে লাগলে পাশের সিটের মহিলা অভিযোগ করেন;

পাশের মহিলা রেকাকে বলেন যে, রেকা তার স্বামীর মনোযোগ কেড়ে নেওয়ার জন্য এভাবে বাচ্চাকে দুধ পান করাচ্ছেন। 

রেকা, যিনি ফিনল্যান্ড থেকে আসছিলেন, জানিয়েছেন যে, তিনি ২০১৫ সাল থেকে তার শিশুকে দুধ পান করাচ্ছেন এবং কোনোদিন তিনি এটা নিয়ে ভাবেননি যে, তিনি কোথায় বসে কাজটি করছেন;

এই মা জানিয়েন— তার ৩১০০০ ইনস্টাগ্রাম ফলোয়ারকে তিনি এই বার্তাই দিতে চান— এটা কোনো সমস্যা নয়, তাই তিনি ছবিগুলো এভাবে প্রকাশ করেছেন;

বিমানের মধ্যে যা ঘটেছে তার জবাব দিতে তিনি তার নগ্ন ছবি ইনস্টাগ্রাম প্রকাশ করেছেন বলে জানিয়েছেন।

ফিনল্যান্ড
রেকা, ইনস্টাগ্রামে যিনি যথেষ্ট জনপ্রিয়, তার ফলোয়ার রয়েছে ৩১০০০, তিনি তার সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করেন মানুষকে সচেতন করতে, তিনি বলেছেন, তারই অংশ হিসেবে তিনি ছবিগুলো প্রকাশ করেছেন। ছবি সূত্র: ডেইলি মেইল
রেকা, ফিনল্যান্ড
বিমানের সিটে খুব ‘আপত্তিকর’ অবস্থায় বসে বুকের দুধ খাওয়াতে দেখা যাচ্ছে ছবিতে যেটি দ্বন্দ্ব বাধে পাশের মহিলার সাথে।
স্বামীর সাথে রেখা নিয়ারি।
এভাবে বেস্টফিডিং-এর ছবি প্রকাশ তার জন্য নতুন নয়, শুরু থেকেই তিনি এ ধরনের ছবি প্রকাশ করে আসছেন মানুষকে এ বার্তা দিতে যে, শিশুকে দুধ খাওয়ানো একটি মহৎ কাজ এবং এটা খুবই দৃষ্টিনন্দন একটি বিষয়।
রেখা, ফিনল্যান্ড
রেকা তার মেয়ের দুধ খাওয়া বন্ধ করতে চান না, তিনি বলছেন এটা শিশুটির অধিকার।