বিলুপ্তির পথে আফ্রিকার গরিলা

follow-upnews
0 0

আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা আইইউসিএন একথা বলছে, অবৈধ শিকারের মাত্রা বেড়ে যাওয়ার ফলে আফ্রিকায় গরিলাদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে।

গেরিলা
বিলুপ্তপ্রায় বন্য প্রাণীর তালিকায় উপরের দিকে রয়েছে গরিলারা।

আইইউসিএন বিলোপের হুমকিতে থাকা বন্য প্রাণীদের একটি ‘লাল তালিকা’ প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে কমতে কমতে ইস্টার্ন গেরিলাদের সংখ্যা এখন মাত্র পাঁচ হাজারে এসে ঠেকেছে।

গত দু`দশকে আফ্রিকাতে ইস্টার্ন গরিলার সংখ্যা ৭০% কমেছে বলে সংস্থাটি বলছে।

শুধু গরিলাই না, বানর শ্রেণীর অন্যান্য স্তণ্যপায়ী প্রাণীর সংখ্যাও কমে যাচ্ছে বলে আইইউসিএন বলছে।

আইইউসিএনএর লাল তালিকায় দেখা যাচ্ছে, বোর্নিও এবং সুমাত্রার ওরাংওটানও বিলুপ্তির পথে।

কমে যাচ্ছে শিম্পাঞ্জি এবং বোনোবোর সংখ্যাও।

আইইউসিএনএর লাল তালিকায় প্রাণী ও উদ্ভিদ মিলিয়ে ৮২,৯৫৪টি প্রজাতির নাম রয়েছে।

এর মধ্যে তালিকার এক তৃতীয়াংশ প্রজাতি বিলুপ্তির হুমকিতে রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

Next Post

ঈদের ছুটিতে ঢাকায় ঘুরতে পারেন নির্বিঘ্নে, কোথায় যাবেন?

ঢাকায় ঘোরা খুব কঠিন। স্বাভাবিক সময়ে ট্রাফিক জ্যামের কারণে ঢাকা শহর ঘুরে দেখা দুঃসাধ্য। পরিবার নিয়ে বেরোলে ভীড়ের কারণে আনন্দের চেয়ে যন্ত্রণাই বেশি হয়, তবে ঈদের ছুটিতে ঢাকার চিত্র পুরোপুরি বদলে যায়। ঢাকা হয়ে যায় একেবারে ফাঁকা। এ সময়ে ঢাকার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা যেতে পারে। ১। জাতীয় যাদুঘর শাহবাগ: জাতীয় […]

এগুলো পড়তে পারেন