রেণু (রিহ্যাবিলিটেশন ফর এক্সট্রাঅর্ডিনারি চিলড্রেন এন্ড নিউরোডাইভার্স আন্ডারস্টান্ডিং) খুলনায় দু’টো স্কুল— ফুলতলা রিইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজ এবং কেডিএ খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের চারজন বিশেষ শিক্ষার্থীকে অর্থ সাহায্য প্রদান করে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান এবং অজয় চক্রবর্তীর উপস্থিতিতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সহযোগিতা প্রদান করা হয়। সহযোগিতা পেয়েছে ফুলতলা রিইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রাকিবুল ইসলাম, ষষ্ঠ শ্রেণির ফোয়ারা আক্তার, দশম শ্রেণির পলি কুণ্ডু এবং সপ্তম শ্রেণির বাঁধন ভুঁইয়া। কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে সহযোগিতা পেয়েছে তামিম মোড়ল এবং আরিফ হোসেন। এর আগে ‘ডিভাইন চিলড্রেন’ প্রামাণ্য চিত্রটি নির্মাণের সময় বঠিয়াঘাটার দশগেটের ইমন এবং বানরগাতির জাকির মোল্যা এর আগে রেণু-এর কাছ থেকে অর্থ সাহায্য পেয়েছে। পর্যায়ক্রমে বাগেরহাটের কচুয়া সিএস পাইলট স্কুল, রসিক লাল উচ্চ বিদ্যালয় এবং মসনী মাধ্যমিক বিদ্যালয়ে অটিজম বিষয়ে সচেতনতামূরক কর্মসূচী এবং দু:স্থ প্রতিবন্ধীদের মাঝে অর্থ সাহায্য বিতরণ করা হবে। জাকাতের অর্থ থেকে রেণু-কে এ অর্থ সাহায্য প্রদান করেছে প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাদেকুর রহমান রিগান।