Headlines

নির্বিচারে মানুষ খুনের বিরুদ্ধে জাগো বাংলাদেশ

গণজাগরণ মঞ্চ

গণজাগরণ মঞ্চ


ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে নিরস্ত্র একরামুল হককে। ফোনের অন্যপাশ থেকে গুলির শব্দ শুনতে হয়েছে স্ত্রী আর সন্তানদের। আমাদের বাংলাদেশ কি এইভাবে নৃশংস হত্যার জনপদ হয়ে যাবে?

এরপরে কাকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলা হবে? আপনাকে নয়তো আমাকে। তারপরও চুপ করে থাকবো? আমাদের শরীরে কি মানুষের রক্ত নাই?

এইভাবে প্রতিদিন একটু একটু করে মরার কোনো অর্থ হয়না। কিছু করতে না পারলে আমাদের সবার উচিৎ একসাথে মরে যাওয়া।

রাস্তায় নামুন, চিৎকার করে বলুন

মানুষ হত্যা বন্ধ করতে হবে।
সবাইকে বিচারের অধিকার দিতে হবে।
বিনাবিচারে আর একটা প্রাণও ঝরবে না এই বাংলাদেশে।

যোগ দিন রবিবার বিকাল চারটায় শাহবাগের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে।