Headlines

‘বিল্ড ফর নেশন’ একটি প্রতিশ্রুতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন

Build for Nation

সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদন হলো সংস্কৃতি। সংস্কৃতি ভৌগলিক এবং ঐতিহাসিক, আবার বিশ্বায়নের এ যুগে সংস্কৃতি বহুমাত্রিক এবং পরিবর্তনশীল, এই পরিবর্তনশিলতাই পরিশুদ্ধির প্রধান নিয়ামক। ‘শুদ্ধ সংস্কৃতির চর্চা’ বলতে কী বুঝায় তা নির্ধারণ করা এ যুগে খুব সহজ কাজ নয়।

তবে সংস্কৃতির ভিন্ন একটি সঙ্ঘায়নও আছে- “যে বোধ উন্নত চিন্তাশীল ব্যক্তি মানুষের মধ্যে জাগ্রত হয়ে সামষ্টিক মানুষের মধ্যে প্রস্ফুটিত হয়, এবং সামষ্টিক মানুষের সাধারণ জীবন চর্চার যে সারবস্তুটুকু সময় সময় ইতিহাসে সংকলিত হয়, তাই সংস্কৃতি।”

ফলে আমরা খুঁজে নিতে চেষ্টা করছি সংস্কৃতির মানুষের জন্য কল্যাণকর সে অংশটুকু, যা রাষ্ট্র পরিচালনার দর্শন হিসেবেও গৃহীত হতে পারে, হওয়া উচিৎ। ‘বিল্ড ফর নেশন’ দৃঢ়ভাবে বাঙালি জাতিয়তাবাদ এবং লৌকিক সংস্কৃতি লালন করে, পাশাপাশি বৈশ্বিক এবং সার্বজনীন মানবিক মূল্যবোধ দ্বারা পরিচালিত হতে উৎসাহিত বোধ করে।

শুধু সংস্কৃতির চর্চা নয়, ব্যক্তি মানুষের মৌলিক চাহিদা এবং সমাজের সাধারণ প্রয়োজনগুলোর দিকেও আমরা দৃষ্টি দিতে চাই। আমরা যেমন পরিচর্যার জন্য ফুলের বাগানের মালি হতে চাই, তেমনি রক্ষার জন্য দারোয়ান হওয়াটাও আবশ্যক বলে মনে করি।

কার্যক্রমসমূহ:

• রক্তদান কর্মসূচী;
• পাঠাগার পরিচালনা;
• পাঠ্যভাস গড়ে তোলা;
• মাসিক বিষয় ভিত্তিক বক্তৃতা;


• ডিবেটিং ক্লাব;

• ত্রৈমাসিক পত্রিকা (শব্দদেউল);
• কর্মসূচী ভিত্তিক ম্যাগাজিন;
• ফিল্ম ক্লাব, বাংলা ক্লাব;

• শব্দদূষণ ও দৃশ্যদূষণ রোধ;
• শীতবস্ত্র বিতরণ;
• ঈদ ও পূজায় নতুন পোশাক বিতরণ/সহযোগিতা কার্যক্রম;

• সাংস্কৃতিক সংগঠন পরিচালনা;
• স্থানীয় টিভি চ্যানেল পরিচালনা;
• বিশেষভাবে সক্ষম (প্রতিবন্ধী) মানুষদের জন্য কার্যক্রম;
• নগর পরিকল্পনায় অংশগ্রহণ;
• গ্রামভিত্তিক অর্থনীতির উন্নয়ন পরিকল্পনা;
• নিরাপদ খাদ্য আন্দোলন;
• কমিউনিটি রেডিও সম্প্রচার (আসছে);
• অনলাইন পত্রিকা পরিচালনা (আসছে);
• এবং দিবস ভিত্তিক বিভিন্ন কর্মসূচী পালন।

বিল্ড ফর নেশন
২৩৫, পোস্ট অফিস রোড
গোপালগঞ্জ-৮১০০