Headlines

শহীদস্মৃতি সংরক্ষণ কমিটির (ফরিদপুর) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

২০২১
ফরিদপুর
জাকারিয়া মাতুব্বর, নূর মোহাম্মদ, মো. সাজ্জাদুল হক সাজ্জাদ, উৎপল সরকার সাগর, নূরুল ইসলাম মিন্টু এবং অন্যান্য সদস্যরা।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে শহীদস্মৃতি সংরক্ষণ কমিটি, ফরিদপুর। কমিটির আহ্বায়ক মো. সাজ্জাদুল হক সাজ্জাদের নেতৃত্বে ফরিদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার— অম্বিকা ময়দান শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেন কমিটির সদস্য সচিব উৎপল চন্দ্র সরকার সাগর, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ এবং জাকারিয়া মাতুব্বর জাকির এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। শ্রদ্ধাজ্ঞাপন শেষে কমিটির আহ্বায়ক সমাজকর্মী সাজ্জাদুল হক সাজ্জাদ বলেন, আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আত্মবিশ্বাসী হতে চাই— বাংলাভাষা এবং বাংলা সংস্কৃতি অক্ষুণ্ন রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই। ভাষা শহীদরাই বাঙালির ‍শৃঙ্খলমুক্তি আন্দোলনের প্রথম আত্মবলিদানকারী সৈনিক। তাদের এ আত্মত্যাগ বৃথা যেতে পারে না।